নামাজে স্থিরতা বজায় রাখুন এবং নামাজে মনোযোগী হোন

 নামাজে মনোযোগী হওয়ার উপায় -০১ (নামাজে স্থির পদক্ষেপ)


সালাতে মনোযোগী হওয়ার উপায়, নামাজের একাগ্রতা


নামাজে মনোযোগী হওয়ার জন্য প্রথমেই নামাজে স্থিরতা আনতে হবে ধীরে ধীরে নামাজ আদায় করার অভ্যাস করতে হবে তা না হলে আপনার সালাতে/নামাজে খুশু খুজে পাবেন না আমরা যদি অতি দ্রুত নামাজ আদায় করি তা হলে কিরাআত, রুকু, সিজদাতে মনোযোগ আসবে কিভাবে? তাই আমাদের প্রথম টার্গেট তথা লক্ষ্য হওয়া উচিত নামাজে সময় বেশি দেওয়া ধীরে সুস্থে নামাজ আদায় করা

সালাতে/নামাজে রাসূল (সা) স্থির সতর্ক পদক্ষেপে সামনের দিকে এগুতেন তিনি প্রত্যেকটি অঙ্গকে তাদের পূর্বাবস্থায় নিয়ে আসতেন, ( সিফাতুস সালাহ, ১৩৪) যারা এটা করতেন না তিনি তাদের এটা করার নির্দেশ দিতেন তিনি বলতেনঃ তোমাদের কারো নামাজই ঠিকমত হয় না যতক্ষণ না সে এটা করে

(আবু দাউদ)                       

আবু কাতাদাহ (রা) বর্ণনা করেছেন যে রাসূল (সা) বলেছেনঃ নিকৃষ্টতম নামাজ হলো সেই নামাজ যে নামাজে চুরি করা হয় তিনি (কাতাদাহ রা) জিজ্ঞাসা করলেন, হে রাসূল (সা) নামাজে  চুরি করা হয় কিভাবে?  রাসূল (সা) উত্তরে বললেন, ঠিকমত রুকু এবং সিজদা না করাই হলো নামাজে চুরি করা

( মুসতাদরাক আল হাকিম, /২২৯, সহিহ আল জামে, ৯৯৭)

আবু আব্দুল্লাহ আল আশআরী (রা) বলেন, রাসূল (সা) বলেছেন, যে ঠিকমত রুকুতে যায় না এবং কাঠ ঠোকরার মত সিজদা দেয় তার অবস্থা সেই উট সওয়ারীর মত যে কিনা মাত্র একটি বা দুটি খেজুর দিয়ে তার সারাদিনের ক্ষুধা নিবারণ করে যা আদৌ তার কোন কল্যাণ বয়ে আনে না

( আত তাবারানী, /১১৫)

সে ব্যক্তির ভিতর খুশু থাকতে পারে না যে নামাজে স্থির পদক্ষেপ অবলম্বন করে না, কারণ তাড়াহুড়ো করাটা খুশুর পথে দেওয়ালের মত একটি বাধা এবং কাঠ ঠোকরার মত নামাজ পুরস্কারের জন্য একটি বড় অন্তরায়

তথ্যসূত্রঃ

নামাজের খুশু উন্নয়নের ৩৩ উপায় (সালেহ আল মুনাজ্জিদ), পৃষ্ঠা- ১৫  


আরও পড়ুন......

নামাজে মনোযোগী হওয়ার উপায় -০২

৫ প্রকার সালাত আদায়কারী/নামাজী, আপনি কোন প্রকারে?

সালাত/নামাজের খুশু একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়






Post a Comment

0 Comments