এসো বালাগাত শিখি (আবু তাহের মেছবাহ) Download free pdf book- 36

এসো বালাগাত শিখি
আবু তাহের মেছবাহ

আল্লাহর কালাম আল কুরআনের মুল ইযাজ (অলৌকিকতা) হলো বালাগাত। সুতরাং বালাগাতের পরিপূর্ণ জ্ঞান ও রুচি অর্জন ছাড়া কালামুল্লাহর ইযাজ অনুধাবন করা সম্ভব নয়। কিন্তু ‍দুঃখের বিষয় হলো এই বালাগাত জ্ঞান ও অলংকার ‍রুচি আমাদের মাঝে ক্রমশঃ দূর্বল হয়ে  পড়েছে। এবং বালাগাত বিষয়ে জ্ঞানার্জন দিন দিন শৈথল্য হয়ে পড়ছে। যা খুবই  উদ্বেগজনক।

আরবি ভাষার  সাথে বেশ কিছু শাস্ত্রের সম্পর্ক রয়েছে, এগুলোকে ইলমুল আরাবিয়্যাহ বলে। যেমন- 

ইলমুস সরফের সম্পর্ক হলো শব্দ কাঠামোর সঙ্গে

ইলমুন নাহুর সম্পর্ক হলো বাক্য কাঠামোর সঙ্গে

ইলমুল ইমলা এর সম্পর্ক হলো হস্তলিপির সঙ্গে

ইলমুল উরুদ এর সম্পর্ক হলো কবিতা ও ছন্দের সঙ্গে আর 

ইলমুল বালাগাত এর সম্পর্ক হলো ভাব ও মর্মের সুন্দর ও সঠিক প্রকাশের সঙ্গে।

যে নিয়মাবলী অনুসরণ করলে মনের ভাব  ও মর্ম শুদ্ধ, বিশুদ্ধ ও সুন্দর ভাষায় স্থান, কাল ও পাত্রের উপযোগী রুপে প্রকাশ করা যায় সেই নিয়মাবলী জানাকে ইলমুল বালাগাত বলে।

মোটকথা আরবি শাস্ত্রের অলংকার সম্পর্কে জানতে, শব্দের উদ্দিষ্ট অর্থ বুঝতে ইলমুল বালাগাত খুব গুরুত্বপূর্ণ। আবু তাহের মেছবাহ রচিত “এসো বালাগাত শিখি” বই থেকে আমরা এ বিষয়ে জ্ঞানার্জন করতে পারি। যদিও কোন শিক্ষকের নিকট থেকে শিক্ষাগ্রহণ করাই উত্তম।

নিচে “এসো বালাগাত শিখি” বইয়ের পিডিএফ (pdf) দেয়া হলো। 


এসো বালাগাত শিখি (আবু তাহের মেছবাহ) Download free pdf book- 36, আরবি ব্যাকরণ, ফ্রি পিডিএফ


 

ডাউনলোড





Post a Comment

0 Comments