আরবি ব্যাকরণ শিক্ষা A to Z ( পাঠ- ০৫ = কালেমা ও তার প্রকারসমূহ) Learn Arabic Grammar (A to Z) Part-05

পাঠ- ০৫

 .ইলমুস সরফ ( কালেমা ও তার প্রকারসমূহ)


আরবি ব্যাকরণ শিক্ষা A to Z ( পাঠ- ০৫  = কালেমা ও তার প্রকারসমূহ) Learn Arabic Grammar (A to Z) Part-05


ইলমুস সরফের মুল আলোচনার বিষয় হচ্ছে শব্দ। আর এই শব্দকেই আরবিতে কালেমা ( كلمة) বলে। বাংলা ব্যাকরণে এটাকে পদ বলা হয়, ইংরেজি (Parts of Speech)। তবে সব শব্দই কিন্তু ইলমুস সরফের আলোচনার বিষয় নয়। বরং রুপান্তরযোগ্য শব্দই ইলমুস সরফের আলোচ্য বিষয়।

পদের যে সঙ্গা কালেমারও একই সঙ্গা অর্থ্যাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বা কালেমা বলে

আরবিতে كلمة (কালেমা) বা পদ তিন প্রকার যথা-

ইসম (اسم)  : ইসম শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য, নাম ইত্যাদি ইংরেজিতে Noun.

আর সঙ্গাটা হলো- যে কালেমা বা শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তা তিন কালের (অতিত, বর্তমান, ভবিষ্যত) কোন কালের সাথে সম্পর্ক রাখে না, তাই হলো ইসম তথা বিশেষ্য

তবে আমরা আপাতত, ইসম বলতে কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝবো তাহলে মনে রাখা সহজ হবে

আরবিতে ইসম ব্যাপক অর্থ ধারণ করে বাংলায় দেখা যায় পদ প্রকার কিন্তু আরবিতে প্রকার আবার ইংরেজিতে প্রকার তাহলে সহজেই একটা প্রশ্ন এসে যায়, তাহলে বাকী প্রকারগুলো কই গেলো?

বাংলার বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম এই তিনটি বিষয় আরবিতে একজায়গা হয়ে ইসম হয়েছে এরকম বাকি প্রকারগুলোরও একই অবস্থা এসব বিষয়ে ধীরে ধীরে আলোচনা আসবে তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ইনশাআল্লাহ

ইসমের উদাহরণঃ   دَاكَا(ঢাকা)شَمْسٌ  (শামসুন=সূর্য) خَالِدٌ (খালেদ) ইত্যাদি

ফেল (فعل) : ফেল মানে পরীক্ষার ফেল না এখানে আরবিতে ফেল অর্থ কাজ, কর্ম, ক্রিয়া বাংলায় ক্রিয়াপদ, ইংরেজিতে Verb.

যে কালেমা বা শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তা তিন কালের (অতিত, বর্তমান, ভবিষ্যত) কোন কালের সাথে সম্পর্ক রাখে, তাই হলো ফেল তথা ক্রিয়াপদ

ইসম আর ফেলের পার্থক্য স্পষ্ট, একটা সময়ের সাথে সম্পর্ক রাখে (ফেল) আরেকটা রাখে না (ইসম)

ফেলের উদাহরণঃ   نَصَرْتُ  (নাসরতু=আমি সাহায্য করেছি),  كَتَبْتُ  (কাতাবতু=আমি লিখেছি) ইত্যাদি

হরফ (حرف ): হরফ শব্দের আভিধানিক অর্থ-পার্শ্ব .দিক, কিনারা। বাংলায় অব্যয়, ইংরেজিতে Preposition.

পরিভাষায়, যে শব্দ বা পদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না ; বরং অন্য শব্দের সাথে মিলিত হয়ে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে,তাকে حرف (হরফ) বলে।

হরফের উদাহরণঃ مِن   ـ (মিন=থেকে)  اِلٰى (ইলা=পর্যন্ত)।

এখানে   مِن   ও    اِلٰى   দুটি হরফ; পৃথকভাবে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না।

রুপান্তরযোগ্য শব্দসমূহ সাধারণত ফেল। ফেল রুপান্তরিত হয়ে ইসম হতে পারে। তাই ইলমুস সরফ অধ্যায়ে ফেল সম্পর্কে ধারণা পাওয়া জরুরী। পরবর্তী আপডেটে আমরা ফেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

যেহেতু আমাদের ব্যাকরণ শিক্ষার সফর জেনারেল শিক্ষিতদের জন্যেও,  আমি ধারণা করছি অনেকেই হয়তো আরবি রিডিং পড়তে  জানেন না। যারা একদমই পড়তে পারেন না, তাদের জন্য রিডিং পড়ার শর্ট টেকনিক পোস্ট করা হলো।


Previous Part



Post a Comment

0 Comments