প্রশ্নঃ সাদা/পাকা চুল কালো রং দ্বারা রঙিন করার হুকুম কি?
উত্তরঃ আমাদের দেশে অধিকাংশ মানুষকেই দেখা যায়, তারা বিভিন্ন হেয়ার কালার ব্যবহার করে সাদা/পাকা চুলকে কালো রং দ্বারা রঙিন করে থাকেন। অথচ এ সম্পর্কে মানুষ ইসলামি বিধান জানা থেকে গাফেল।
কালো রং দ্বারা
সাদা/পাকা চুল রঙিন করা হারাম।
কেননা রাসূল (সা্ঃ)
এরুপ করা থেকে নিষেধ করেছেন।
তিনি বলেন, ‘তোমরা সাদা চুলকে কোনো রং দিয়ে পরিবর্তন করে দাও; তবে কালো রং বর্জন
করবে।
( সহিহ
মুসলিম- ৫৪০২)
এছাড়া যে ব্যক্তি কালো রং দ্বারা তার সাদা চুল রঙিন করে তার ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। যে কারণে এটি কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং প্রত্যক নর-নারীর এটিকে পরিহার করা উচিত। কেননা, এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো হয়। মহান আল্লাহ এ সাদা চুলকে সাধারণত বার্ধক্যের চিহ্ন হিসাবে প্রদান করেছেন।
অতএব,
কালো রং দ্বারা এটিকে পরিবর্তন করলে মহান আল্লাহ তাঁর সৃষ্টির ক্ষেত্রে যে হিকমাহ অবলম্বন করেছেন, তার পরিপন্থী হবে।
তবে লাল, হলুদ বা অন্যান্য
রং দ্বারা রঙিন করা উচিত।
রাসূল (সা্ঃ)-
এর অনুসরণ এবং তাঁর নিষেধ থেকে বেঁচে থাকার মধ্য দিয়ে অধিকতর কল্যাণ সাধিত হবে।
মূলঃ শায়খ মুহাম্মদ ইবনে সালেহ আল-উসায়মীন।
অনুবাদঃ ড.
আব্দুল্লাহিল কাফী
তথ্যসূত্রঃ
মাসিক আল-ই’তিসাম (আগস্ট
২০২০)
মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা
উত্তরঃ যিয়ারত করা বা বেশি পরিমাণে সালাতের ছাওয়াব অর্জন করার উদ্দেশ্যে মসজিদে হারাম, মসজিদে আকসা এবং মসজিদে নববী ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা জায়েয নেই।
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) ইরশাদ করেছেন, তিনটি মসজিদ অর্থ্যাৎ মসজিদে হারাম(বায়তুল্লাহ কাবা শরীফ), মসজিদে আকসা (বায়তুল মুকাদ্দাস), মসজিদে নববী ছাড়া অন্য কোন স্থানে ভ্রমণ করো না।
[আল লু’লু ওয়াল মারজান: ১ম খন্ড, ৮৮২]
0 Comments