বিপদ যখন নেয়ামত
শায়খ মুসা জিবরীল
বিপদ, বিপদ, বিপদ! কার জীবনে এই শব্দটা নেই। জীবনে চলার পথে মানুষকে কখনো না কখনো বিপদে পড়তেই হয়। এই বিপদ কখনো আল্লাহর পক্ষ থেকে শাস্তি, কখনো পরীক্ষা। উভয়টিই একজনের মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত।
কিভাবে?
একজন মুমিন বান্দার কোন কোন পাপের বিনিময়ে আল্লাহ তায়ালা তাকে দুনিয়াতেই কষ্টে ফেলেন এবং তার পাপ ক্ষমা করেন। আর তার পাপ না থাকলে আল্লাহ তায়ালা চান মুমিন বান্দার মর্যাদা বৃদ্ধি করতে। এভাবেই পরীক্ষা দেয়ার মাধ্যমে তিনি যাচাই-বাছাই করে নেন তার বান্দাদেরকে। বিস্তারিত ও সুন্দরভাবে জানতে “বিপদ যখন নেয়ামত” (শায়খ মুসা জিবরীল) বইটি পড়ে ফেলুন।
ইনি আহমাদ মুসা জিবরীল নন, বরং মুসা জিবরীল। আহমদ মুসা জিবরীলের পিতা।
১। Google Chrome ব্যবহার করুন।
২। তাতেও না হলে Read অপশনে ক্লিক করে Google Drive থেকে ডাউনলোড আইকনে ক্লিক করুন।
0 Comments