ঈমানদীপ্ত গল্প - ০৩
সম্পদের ভয়
উমর ফারূক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক হাজার স্বর্ণমুদ্রার একটি থলে এই প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করে বললেন :
সাঈদকে আমার সালাম পৌছাবেন এবং বলবেন যে, আমীরুল মুমিনীনের পক্ষ থেকে আপনার পরিবারের প্রয়ােজন পূরণের জন্যে বিশেষভাবে এগুলাে
পাঠানাে হয়েছে।'
প্রতিনিধি দল হিমসে প্রত্যাবর্তন করে গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন এবং আমীরুল মুমিনীনের দেয়া দিনারগুলাে তাঁর সামনে পেশ করলেন।
সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণমুদ্রাগুলাে দেখে আতঙ্কিত হলেন এবং অত্যন্ত বিব্রত বােধ করে বললেন :
“ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমীরুল মু'মিনীন উমর ফারূক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপঢৌকন যেন সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর বজ্রপাতের মতাে মনে হলাে।
সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে তাঁর স্ত্রী খুবই চিন্তিত হলেন এবং জানতে চাইলেন :
‘আপনার কী হয়েছে? মদীনা থেকে আগত প্রতিনিধি দলটি কি আমীরুল মু'মিনীনের মৃত্যু-সংবাদ নিয়ে এসেছে?' সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন : তার চেয়েও ভয়াবহ।
তাঁর স্ত্রী জানতে চাইলেন :
‘তাহলে কি মুসলমানদের কোনাে যুদ্ধ পরাজয়ের সংবাদ এসেছে?
তিনি উত্তর দিলেন :
তার চেয়েও ভয়ানক।
তার স্ত্রী বললেন :
তাহলে সেই বিপজ্জনক ও ভয়াবহ সংবাদটি কী?
সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন :
دخلت على الدنيا لتفسد أخرتی، وحلت الفتنه في بيتى.
‘আখিরাতকে বরবাদ করার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে এবং আমার পরিবারকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে।
তাঁর স্ত্রী প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানার আগ্রহ প্রকাশ না করেই বললেন :
‘যত তাড়াতাড়ি সম্ভব এ মুসীবত থেকে নিজেকে মুক্ত করুন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন :
এ ব্যাপারে তুমি কি আমাকে সাহায্য করবে? উত্তরে তিনি বললেন :
‘নিশ্চয়ই, আমি আপনাকে সহযােগিতা করব।' অতঃপর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলের নিকট হতে স্বর্ণমুদ্রাগুলাে গ্রহণ করে তার সবগুলাে হিমসের অভাবগ্রস্ত ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করে দিলেন।
তথ্যসূত্র: সাহাবীদের আলোকিত জীবন ১ম খন্ড, পৃষ্ঠা/24-25
0 Comments