লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে বলেছেন তো?
(মুহাম্মদ ইকবান বিন ফখরুল ইসলাম)
লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা সবাই পড়ি, কিন্তু বুঝি তো? আজ আমরা তাওহীদ না বুঝার কারণেই এতো সমস্যা। আমরা দলে দলে ছিন্ন বিছিন্ন হয়ে গেছি। কখন যে ঈমান হারিয়ে ফেলেছি তা আমরা নিজেরাও জানি না। কেউ পীরের কাছে, কেউ শায়েখের কাছে নিজেকে সপে দিয়েছি। আর বলছি, আমি হক পথে আছি। মূলত, তাওহীদে এক হতে পারলেই মুসলিম উম্মাহ এক হবে, ইনশাআল্লাহ। নিচে “লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে বলেছেন তো?” (মুহাম্মদ ইকবান বিন ফখরুল ইসলাম) বইটির পিডিএফ দেয়া হলো---
১। Google Chrome ব্যবহার করুন।
২। তাতেও না হলে Read অপশনে ক্লিক করে Google Drive থেকে ডাউনলোড আইকনে ক্লিক করুন।
0 Comments