নামাজে মনোযোগী হওয়ার উপায় -০২ ( মৃত্যুর কথা স্মরণ করা)

 

সালাত/নামাজের খুশু একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়               

নামাজে মনোযোগী হওয়ার উপায় - ০১


নামাজে মনোযোগী হওয়ার উপায় -০২ 

( নামাজে মৃত্যুর কথা মনে করা)


সা
লাত/নামাজ অতি গুরুত্বপূর্ণ ইবাদাত আল্লাহর কাছে নিজের আকুতি-মিনতি প্রকাশ করার শ্রেষ্ঠ পদ্ধতি নামাজ আর  এই নামাজ যদি মনোযোগ বিহীন হয় তাহলে কিভাবে নিজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব? তাই আমাদের নামাজে মনোযোগী হতে হবেই আর নামাজে খুশু তথা বিনয় অবলম্বনকারী মুমিনরাই তো সফলকাম যেমন- মহান রবের বাণী,

মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের সালাতে/নামাজে বিনয়ী

(২৩/-)

সুতরাং আমাদের মনোযোগ, খুশু সহকারে নামাজ আদায় করতে হবে আর নামাজে মনোযোগ আনার অন্যতম একটি উপায় হচ্ছে সালাতে/নামাজে মৃত্যুর কথা স্মরণ করা যার মৃত্যুর কথা স্মরণ হয়, তার দুনিয়াবী চিন্তা চেতনা আশা খুবই দুষ্কর সে ব্যক্তি তো সব সময় আখেরাতের চিন্তাই করবে এটাই স্বাভাবিক আর তাই নামাজে মনোযোগও আসবে, ইনশাআল্লাহ.......

রাসূল (সা) বলেন, তোমরা নামাজে মৃত্যুর স্মরণ কর, কারণ যে ব্যক্তি নামাজে/সালাতে মৃত্যুকে স্মরণ করে তার নামাজ যথাযথভাবে হতে বাধ্য এবং সেই মানুষটির মত নামাজ পড় যে বিশ্বাস করে যে এরপরে আর সে নামাজ পড়তে পারবে না

(সিলসিলাতুস সহিহা, ১৪২১)

রাসূল (সা) আবু আইয়ুব (রা) কে উপদেশ দেন, যখন সালাতে/নামাজে দাড়াও, তুমি তোমার বিদায়ী নামাজ পড় এর অর্থ হলো, এই ভেবে নামাজ পড়া যে এটাই তার শেষ নামাজ কারণ, নামাজে দাড়ানো ব্যক্তিকে এক সময় মরতে হবেই এবং নিঃসন্দেহে কোন না কোন নামাজই হবে তার জীবনের শেষ নামাজ সুতরাং একজন নামাজীর নামাজে খুশু আনতে হবে তার নিজের স্বার্থেই, যেহেতু এটাই হতে পারে তার জীবনের শেষ নামাজ

{ নামাজের খুশু উন্নয়নের ৩৩ উপায় (সালেহ আল মুনাজ্জিদ), পৃষ্ঠা- ১৬ }


নামাজে মনোযোগী হওয়ার উপায় -০৩






Post a Comment

0 Comments