এসো আরবি শিখি
আবু তাহের মেছবাহ
ইসলাম কে ভালোভাবে না বুঝার কারণে কিংবা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ইসলামকে নানাভাবে ব্যবহার করে। আর সাধারণ মুসলিম অজ্ঞতার কারণে ধোকায় পরে যায়। ইহুদি, খ্রিষ্টানদের ষড়যন্ত্র আর মুসলিমদের অজ্ঞতার কারণে আজ প্রকৃত ইসলাম মানুষ খুজে পাচ্ছে না। তাই মানুষকে জ্ঞানার্জনের দিকে এগিয়ে আসতে হবে। আবার এদিকে আলেমদের মধ্যে ব্যপক মতোভেদ। তাই যারা জান্নাতের আশা রাখেন তারা অবশ্যই জ্ঞানার্জনের দিকে এগিয়ে আসবেন। সত্য খোজ করার চেষ্টা করবেন। যে কোন বই পড়ে তাতে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। একই বিষয়ে একাধিক আলেমের বই পড়তে হবে তবেই সত্য পাওয়ার আশা করা যেতে পারে।
আর যেহেতু কুরআন সুন্নাহর ভাষা আরবি তাই কুরআন হাদিস ভালোভাবে শিখতে অবশ্যই আরবি জানা জরুরী একটি বিষয়। আবু তাহের মিছবাহ রচিত “ এসো আরবি শিখি” বইটি দিয়ে শুরু করতে পারেন। বইটির pdf download link নিচে দেয়া হলো-----
0 Comments