ইহুদি, খ্রিষ্টানরা নবী রাসুলদের নিয়ে বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে। কিন্তু আফসোসের বিষয় আজ মুসলিমরাও নবীদের নিয়ে বিশেষ করে প্রিয় রাসূল (সা) কে নিয়ে বাড়াবাড়ি করছে। এরই ফলাফল স্বরুপ আবিষ্কৃত হয়েছে ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী (সা) এর ইতিহাস জানতে ড. খ. ম আব্দুল্লাহ জাহাঙ্গীর (র) এর “ ঈদে মিলাদুন্নবী প্রবর্তন ও প্রবর্তক” শীর্ষক বইটি পড়ুন। বইটির pdf লিংক দেয়া হলো---
১। Google Chrome ব্যবহার করুন।
২। তাতেও না হলে Read অপশনে ক্লিক করে Google Drive থেকে ডাউনলোড আইকনে ক্লিক করুন
0 Comments