ভাগে কুরবানীর ক্ষেত্রে একেক জনের নিয়ত একেক রকম হলে কুরবানী কি সঠিক হবে?, অ্যাবরশন করার বিধান

প্রশ্ন: একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কুরবানী না থাকে, তাহলে কি বাকী লোকের কুরবানী সঠিক হয়ে যাবে?

উত্তর: প্রত্যেকের নিজ নিজ নিয়ত অনুযায়ী ফল পাবে। যার কুরবানীর নিয়ত আছে, তার কুরবানী সঠিক হয়ে যাবে।

(মাজাল্লাতুল বুহূষিল ইসলামিয়্যাহ ৬২/৩৬৬)

--- আব্দুল হামিদ ফাইযী আল মাদানি ---


প্রশ্ন: এক দেড় মাস হল আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। কিন্তু আমরা আমাদের সমস্যার কারণে এই মুহুর্তে সন্তান নিতে চাচ্ছি না। আমরা এখন অ্যাবরশন করলে কি গােনাহ হবে?

উত্তর: জি, এটা গােনাহ হবে। যদি আপনার সমস্যাটা শরীআতসম্মত না হয়। সন্তান মায়ের গর্ভে যাওয়ার অর্থই হল, যেটা আল্লাহ কুরআনে বলেছেন:

في قرار مكين ـ

সে একটা নিরাপদ, সুন্দর অবস্থানে চলে গেছে। [সূরা মুমিনূন, আয়াত-১৩; সূরা মুরসালাত, আয়াত-২১]

এই অবস্থায় তার নিশ্চিত জীবন থেকে তাকে বঞ্চিত করা, এটা হত্যার মতােই । আপনি জন্মবিরতি করেছেন এটা ভিন্ন কথা। কিন্তু সন্তান মাতৃগর্ভে অবস্থানের পরে অ্যাবরশন করা, এটা হত্যার শামিল। তবে যদি মায়ের জীবনের আশঙ্কা থাকে, নিশ্চিতভাবে জানা যায় মায়ের জীবন ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে অ্যাবরশন করাতে পারেন। এটা ডাক্তারের কাছ থেকে নিশ্চিত হতে হবে ।

তথ্যসূত্র: জিঙ্গাসা ও জবাব (ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর)





Post a Comment

0 Comments