তারাবীহ সালাতের সময়সীমা, রাত কয়টা পর্যন্ত তারাবীর সালাত পড়া যায়? ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর Deadline of Tarabeeh Salat

 প্রশ্ন: তারাবীহ নামাযের সময়সীমা কতটুকু? ইশার পর থেকে বারােটার ভেতরে শেষ করতে হবে নাকি বারােটার পরেও পড়া যাবে? 

উত্তর: তারাবীহর সময়সীমা হল, ইশার পর থেকে ফজরের আগ পর্যন্ত । বরং যতাে দেরি করে পড়া হবে ছওয়াব ততাে বেশি হবে। উমার রা.এর যুগে মানুষ যখন প্রথম রাতে তারাবীহ পড়ত, তিনি বলতেন, শেষরাত্রে না ঘুমিয়ে তারাবীহ শেষরাত্রে পড়লে ছওয়াবটা বেশি হবে। কাজেই আপনি ফজরের আযানের পূর্বমুহূর্ত পর্যন্ত তারাবীহ পড়তে পারেন ।


প্রশ্ন: অনেকেই রােযা রাখে না। মদ খায়, অশ্লীল কাজ করে। তারাবীহর নামাযে এদের কুরআন শরীফ খতম করা জায়েয আছে কি না? হাফেয সাহেবরা তাদেরকে বলেন, রমাযানে তারাবীহ পড়লে, কুরআন খতম করলে জীবনের সমস্ত গােনাহ মাফ হয়ে যায়। হাফেয সাহেবদের এসব বলা বন্ধ করা উচিত কি না জানাবেন।

উত্তর: আমরা সবাই জানি রােযা না রাখা মহাপাপ। আর ইসলামে অন্যের কর্মে আরেক জনের মুক্তির কোনাে সুযােগ নেই। আপনি স্বেচ্ছায়, মনের আগ্রহে যে পাপ করবেন সেটা আপনার পাপ। আবার যে পূণ্য করবেন সেটা আপনার পূণ্য। কাজেই তারা যদি এই পাপ থেকে তাওবা করেন, কোনাে বান্দার হক থাকলে ফিরিয়ে দেন, আল্লাহর কাছে কায়মনােবাক্যে অনুতপ্ত হয়ে আর করবেন না সিদ্ধান্ত নেন- তাহলে ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করবেন। আর যদি এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। তাহলে ব্যাপারটা আল্লাহ তাআলার উপরে চলে যাবে।

আর দ্বিতীয় কথা হল, ইসলামে বিভিন্ন সময় বলা হয়েছে যে, নেক আমলের মাধ্যমে পাপ মাফ হয়। আবার অন্যান্য আয়াত ও হাদীসে বলা হয়েছে অমুক অমুক গােনাহ কখনাে মাফ হয় না অথবা তাওবা ছাড়া মাফ হয় না। আমরা অনেক সময় বলি সন্তানেরা মায়ের সব কথা শুনতে পারে। কারণ মা সন্তানের এতাে ভালাে চান, প্রতি পদে তাকে গাইডেন্স দেন। ফলে সব মানা যায় না। কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। এর জন্য কিন্তু মায়ের সাথে দূরত্ব তৈরি হয় ।

ঠিক তেমনি আল্লাহ তার বান্দার এতাে ভালাে চান, তাকে অনেক রকম গাইডেন্স দিয়েছেন। এর ভেতর কিছু আছে পালন না করলে ছােট গােনাহ হয়। সেটা নেক আমল, রােযা, তারাবীহ, ওযু, পাঁচওয়াক্ত সালাত ইত্যাদি দ্বারা মাফ করে দেন। আর কিছু পাপ আছে বড় পাপ- কবীরা গোনাহ। এগুলাে তাওবার মাধ্যমে মাফ হয় । আবার কিছু পাপ আছে যেটা বান্দার সাথে জড়িত । মদের গােনাহ তাওবায় মাফ হয় । কিন্তু কারাে গীবত করা হয়েছে, কারাে হােটেলে খেয়ে টাকা দেয়া হয় নি। এটা ওই ব্যক্তি ক্ষমা না করলে পূর্ণ ক্ষমা হবে না।







Post a Comment

0 Comments