নামাজে মনোযোগী হওয়ার উপায় -০৪
(আয়াত শেষে সংক্ষিপ্ত বিরতি)
নামাজে মনোযোগী হওয়ার অন্যতম উপায় হলো প্রত্যেক আয়াত তেলাওয়াত শেষে একটু বিরতি দেওয়া। যদি আপনি এমনটি করেন তবে আয়াতের অর্থ অনুধাবন আপনার জন্য সহজ হবে। সাথে সাথে নামাজে মনোযোগী হওয়ার প্রথম উপায় স্থির পদক্ষেপ নেওয়াটাও সহজ হবে। কেননা তেলাওয়াত যখন ধীর গতিতে হতে থাকবে তখন অন্য বিষয় গুলোও ধীরে ধীরে করার অভ্যাস হবে।
আবার আপনি যদি আয়াতের অর্থ না জানেন তারপরও আপনার তেলাওয়াতকৃত আয়াতের প্রত্যেকটি শব্দ ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। এতে আপনার নামাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে।
আয়াত শেষে সংক্ষিপ্ত বিরতি দেওয়া এবং অর্থ চিন্তা করা খুশু বৃদ্ধিতি অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে। এটা আল্লাহর রাসূলের সুন্নাহ। রাসূল (সা্ঃ) কিভাবে নামাজে কুরআন পড়তেন উম্মে সালামাহ তার বর্ণনায় বলেনঃ রাসূল (সা্ঃ) পড়তেন ‘ বিসমিল্লাহির রাহমানির রহিম’ এবং তারপর বিরতি দিয়ে পড়তেন, ‘আলহামদুলিল্লাহি রব্বিল আ'লামিন, আর রহমানির রহিম, । অন্য এক বর্ণনায়, এরপর তিনি বিরতি দিয়ে পড়তেন, ‘ মালিকি ইয়াও মিদ্দিন’’ এভাবে তিনি আয়াত গুলো ভেঙ্গে ভেঙ্গে তেলাওয়াত করতেন।
( আবু দাউদ, ৪০০১ )
পরের আয়াতে অর্থ অব্যাহত থাকলেও আয়াতের শেষে বিরতি দেওয়া সুন্নাত। অতএব, তাড়াহুড়া না করে আয়াতের শেষে সংক্ষিপ্ত বিরতী দানের মাধ্যমে আমরা রাসূল (সা্ঃ) এর সুন্নাত আদায় করতে পারবো। আবার মনোযোগ বৃদ্ধিরও একটি কারণ হয়ে দাড়াবে আমাদের এই তেলাওয়াত পদ্ধতি ।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের তাওফিক দান করুন । আমিন....
0 Comments