ঈমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করতে হবে কিনা? তারাবীর নামাজ না পড়লে কি হয়? ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) Islamic Q/A- 26-27

26 প্রশ্ন: জামাআতে সালাত আদায় করার সময় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি না? অনেক সময় দেখা যায় ফাতিহা পড়তে গেলে আমার পড়ার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান। সেক্ষেত্রে আমি কী করতে পারি?

উত্তর: ইমামের পেছনে সুরা ফাতিহা- এক্ষেত্রে পড়া, না পড়া এবং কোনাে কোনাে সময় পড়া- তিন রকম হাদীস রয়েছে। নিরপেক্ষ বিচারে হাদীসগুলােকে অস্বীকার করা ঠিক নয়। আপনি যেটা প্রশ্ন করেছেন তার সহজ, সংক্ষিপ্ত উত্তর হল, যে সালাতে কিরাআত জোরে পড়া হয়- ফজর, মাগরিব, ইশা, জুমুআ, ঈদ- এই সকল সালাতে আমরা সূরা ফাতিহা পড়ব না।

আর যেসকল সালাতে কিরাআত আস্তে পড়া হয়, সেখানে আমরা সূরা ফাতিহা পড়ব। সুযােগ পেলে অন্য সূরাও পড়ব। হাদীসের আলােকে এবং ফিকহি ইমামগণের মতের আলােকে এটা অত্যন্ত সুন্দর, নির্ভরযােগ্য এবং সমন্বিত মত । ফকীহদের ভেতরে বাংলাদেশের খুব প্রসিদ্ধ আলেম শামসুল হক ফরিদপুরী রাহ, এটাকে খুব জোর দিয়েছেন। মুহাদ্দিসদের ভেতরে শায়খ নাসিরুদ্দীন আলবানি এটাকেই জোর দিয়েছেন। আর অন্যান্য পুরনাে মত তাে আছেই। এটাই সমম্বিত ও সুন্দর মত।


27 প্রশ্ন: তারাবীহ না পড়লে রােযার কোনাে ক্ষতি হবে কি না?

উত্তর: জি, না। রােযা রমাযান মাসের একটা ফরয ইবাদত । তারাবীহ রমাযান মাসের একটা সুন্নাত ইবাদত । দুটো সম্পূর্ণ পৃথক ইবাদত। একই মাসে আমরা করি । কেউ যদি তারাবীহ পড়তে না পারেন বা কম পড়েন অথবা একা পড়েন বা মােটেও না পড়েন এর জন্য রােযার কোনাে ক্ষতি হবে না। তবে রমাযান মাসের একটা অত্যন্ত নেক আমল থেকে তিনি বঞ্চিত হবেন।


তথ্যসুত্রঃ জিঙ্গাসা ও জবাব ১ম খন্ড (ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর)/ ১৬-১৭













Post a Comment

0 Comments