স্বামী সালাত আদায় না করলে করণীয় কি? বিয়ের পর নাকফুল, চুড়ি না পরলে কি গোনাহ হবে? What to do if the husband does not pray?

 প্রশ্ন: আমার মাঝে মাঝে মনে হয়, মারা গেলে আমি কবরের ভেতর কীভাবে থাকব। এই চিন্তাটা ভালাে না খারাপ? 

উত্তর: মৃত্যুর চিন্তা করা অবশ্যই ভালাে। আমরা একদিন এই দুনিয়া থেকে বিদায় নেব এই চিন্তাটা খুবই ভালাে। আমরা দুনিয়া নিয়ে এই যে মারামারি করছি, হিংসাপ্রতিহিংসা, স্বার্থপরতা করি- মৃত্যুচিন্তা এটা থেকে আমাদের ফিরিয়ে আনে। এক সময় তাে আমাদের চলেই যেতে হবে। যে কয়দিন থাকি, ভালাে থাকি। পরের জীবনটাকে ভালাে করি। তবে এজন্য দুশ্চিন্তা বা হতাশা নয়, আমরা যখন আগের জগতে ছিলাম আমাদের মায়ের পেটে, দুনিয়া কেমন জানতাম না। তাই দুনিয়াতে এসেই ভয়ে কেঁদে ফেলেছিলাম। পরের জগতটাও ইনশাআল্লাহ, ভালােই হবে আমরা যদি ভালাে করতে পারি। এজন্য প্রস্তুতি নেয়া ভালাে, দুশ্চিন্তা এবং হতাশা ভালাে নয়। 

প্রশ্ন: আমার স্বামী, ছেচল্লিশ বছর বয়স, কিন্তু সে নামায রােযা কিছুই করে না। কী করলে তার এই গােনাহ মাফ হবে? কী করলে আল্লাহ তার হেদায়াত করবেন? 

উত্তর: এই দুশ্চিন্তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ স্ত্রী অন্যায় করলে স্বামী গােনাহগার হন। কিন্তু স্বামী অন্যায় করলে স্ত্রী গােনাহগার হন না। তারপরেও আপনার এই দুশ্চিন্তা করাটা আপনার ধার্মিকতা এবং স্বামীর প্রতি ভালােবাসার প্রকাশ । আল্লাহ পাক কুরআনে বলেছেন, স্বামী-স্ত্রীকে আল্লাহ একই সাথে জান্নাতে রাখবেন। কাজেই এই দুনিয়ায় আপনাদের যে ইউনিটি, এটা জান্নাতেও বজায় থাকুক এটা আমরাও চাই। আপনার আদর-সােহাগ-ভালােবাসা এবং আপনার স্ত্রী দিয়ে আপনি আপনার স্বামীকে কাছে টানবেন। অল্প অল্প করে তাকে দীনের কথা বলবেন। বোেঝাবেন। আমরা দুআ করি, আপনিও দুআ করবেন, কুরআনে আল্লাহ যে দুআটা শিখিয়েছেন:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

সূরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াতের যে দুআটা- এটা আপনি সিজদায় গিয়ে এবং অন্য সময় বারবার করবেন, স্বামীর জন্য হেদায়াত চাইবেন, আমরাও দুআ করিআল্লাহ আপনাদের দুনিয়া এবং আখিরাতে সুন্দর একটি দাম্পত্যজীবন দান করুন ।

21 প্রশ্ন: বিয়ের পর নাকফুল, চুড়ি বা গলায় কিছু না পরলে কি গােনাহ হবে? 

উত্তর: এই যে নাকফুলকে আমরা বিয়ের সাথে সম্পৃক্ত করি- এই চিন্তাটাই ভারতীয়। যেটাকে আমরা হিন্দুয়ানি সংস্কৃতি বলি। হিন্দু ধর্মে বিয়ের সাথে মাথার সিঁদুর, হাতের শাখা এগুলাের সম্পর্ক। ইসলামে এগুলাে নারীর সৌন্দর্য। বিয়ের সাথে এর কোনােই সম্পর্ক নেই। বিয়ের পরে আপনি পরতে পারেন, নাও পারেন। তবে স্বামীর জন্য, সৌন্দর্যের জন্য অলঙ্কার পরা, সাজগােজ করা ইবাদত এবং ছওয়াবের কাজ। এমনকি বিধবাদের জন্যও এই সৌন্দর্যে কোনাে নিষেধাজ্ঞা নেই। বিয়ের আগেও এগুলাে পরাতে কোনাে দোষ নেই। আবার বিয়ের পর না পরাতেও কোনাে সমস্যা নেই।







Post a Comment

0 Comments