আরবি ব্যাকরণ শিক্ষা A to Z ( পাঠ- ০৪ = ইলমুস সরফ)/ (শব্দতত্ত্ব) Learn Arabic Grammar/Part-04

 

পাঠ - ০৪/২.১ / علم الصرف(ইলমুস সরফ)/ (শব্দতত্ত্ব)

আরবি বর্ণমালা সম্পর্কিত জ্ঞান হলো ইলমুল ইমলা বর্ণমালা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলেই আমরা আরবি ব্যাকরণ শিক্ষার পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো তাই ইলমুল ইমলা সম্পর্কে আলোচনা সামান্যই করা হলো

এখন আমরা আলোচনা করবো ইলমুস সরফ (علم الصرف)  নিয়ে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তাওফিক কামনা করছি

ইলমুস সরফ (علم الصرف) এর আলোচনা একটি মজার বিষয় যখন আপনি শব্দগুলোবুঝতে পারবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে একই শব্দ থেকে ভিন্ন ভিন্ন শব্দ তৈরি একটা শব্দের অর্থ জানলে সেই শব্দ থেকে তৈরি করতে পারবেন অসংখ্য শব্দ এবং সেগুলোর অর্থও হবে ভিন্ন ভিন্ন একটা কথা আছে, “যে জানে আরবি, তার সাথে কি পারবি?” হুম, সেই মজাদার আরবিটাই হলো ইলমুস সরফ ইলমুস সরফ (علم الصرف)

এবার ইলমুস সরফ এর পরিচয় জেনে নেয়া যাক, ১ম পর্বে সাধারণ পরিচয় দিয়ে দেয়া হয়েছিল, মনে আছে কি?

ইলমুস সরফ এর মাধ্যমে আরবি শব্দের রুপান্তর সম্পর্কে জ্ঞানার্জন হয়এখন ভেঙ্গে ভেঙ্গে শব্দটির অর্থ ভালোভাবে জেনে নেয়া যাক। আমরা এমনভাবে আলোচনা করার চেষ্টা করবো যাতে স্কুল, কলেজ অর্থ্যাৎ জেনারেল শিক্ষিত যে কেউ যাদের সামান্য আরবি পড়ার যোগ্যতা আছে সবাই বুঝতে পারে। পুরো আরবি ব্যাকরণ আমরা এভাবেই আলোচনা করে যাওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

 ইলমুস সরফ (علم الصرف) এখানে ২ টি শব্দ আছে।

(১) علم (ইলমুন): শব্দের অর্থ- জানা, জ্ঞান, বিদ্যা, জ্ঞানশাস্ত্র ইত্যাদি ইলমুন ওয়াক্ফ করে ইলম

() الصرف (আস সরফ): মুল শব্দ  صرف (সরফ) এখানে আলিফ লাম শুরুতে যোগ হয়ে ইযাফত হয়েছে বিষয়ে ধীরে ধীরে জানতে পারবো صرف (সরফ) শব্দের অর্থ- রুপান্তর করা, পরিবর্তন করা, বদলানো, পাল্টানো, রুপান্তর হওয়া ইত্যাদি

 ইলমুস সরফ (علم الصرف) দুইটি শব্দকে এক জায়গা করলে অর্থ হবে- রুপান্তর করার জ্ঞান, পরিবর্তন করার বিদ্যা সংক্ষেপে রুপান্তর বিদ্যা

এখন সঙ্গাটা হয়তো আপনি নিজেই দিতে পারবেন আমরা সঙ্গাটা এভাবে সহজে বলতে পারি

যে বিদ্যা/জ্ঞান ((علم অর্জন করলে রুপান্তর সম্পর্কে জানা যায়, তাই ইলমুস সরফ (علم الصرف)

বইয়ের ভাষায় এবং সাজিয়ে সঙ্গাটা দিলে এভাবে লিখতে পারি

যে ইলম/শিক্ষা করলে অর্থভেদে আরবি শব্দের গঠন পদ্ধতি রুপান্তরের নিয়মাবলি জানা যায়, তাকে  ইলমুস সরফ (علم الصرف) বলে

 

ইলমুস সরফ (علم الصرف) এর আলোচ্য বিষয়ঃ

প্রদত্ত সঙ্গা থেকে ইলমুস সরফ এর আলোচ্য বিষয় সহজেই বুঝা যায়, আর তা হলো আরবি শব্দাবলী

বিশেষ করে রুপান্তরযোগ্য শব্দই ইলমুস সরফের আলোচ্য বিষয় যে শব্দগুলো রুপান্তর বা পরিবর্তন করা যায় সেই শব্দগুলো নিয়ে ইলমুস সরফের পাঠ পরিক্রমা তথা আলোচনা

ইলমুস সরফ (علم الصرف) এর উদ্দেশ্যঃ

বিশুদ্ধভাবে শব্দ গঠন, রুপান্তর, পরিবর্তন পরিবর্ধনের পদ্ধতি সম্পর্কে  অবগত হওয়া তা প্রয়োগ করার মাধ্যমে আরবি ভাষা জানার পথে এগিয়ে যাওয়া

ইলমুস সরফের উদ্দেশ্যটা বইয়ের ভাষায় বলায় কেমন কেমন যেন লাগছে একটু বুঝে পড়ার চেষ্টা করিপ্রথমে বলা হয়েছে বিশুদ্ধভাবে শব্দ গঠন, আমরা শুরুতেই আলোচনা করেছি ইলমুস সরফ শিক্ষার মাধ্যমে এক শব্দ থেকে আরেক শব্দ তৈরি করা যায়। এখন আমরা ইচ্ছামত তো আর শব্দ তৈরি করতে পারি না। তাই শব্দ তৈরি টা যাতে অর্থবোধক হয় সেই জন্যই ইলমুস সরফ।

আর রুপান্তর বা পরিবর্তন এভাবে হবে- যেমন- قول  (ক্বওয়ালা) থেকে قيل  (ক্বীলা) আর পরিবর্ধন হচ্ছে- একটি হরফ বিশিষ্ট শব্দ পরিবর্তিত হয়ে ৪,৫ অথবা হরফ বিশিষ্ট শব্দ হবে যেমন- ضرب  (দ্বরবা) হরফ থেকে استضرب  (ইস্তিদরবা) হরফ

কিভাবে পরিবর্তন সেটাই শিখবো ইলমুস সরফের মাধ্যমে আর এই পরিবর্তিত শব্দ বা মূল শব্দ কখন কোথায় কিভাবে ব্যবহার করলে আরবি ভাষা জানা বিশুদ্ধ হবে  সেই বিষয়েই আমরা এগিয়ে যাব

আবার কথা হবে পরবর্তী পাঠে, ইনশাআল্লাহ

Previous Part Next Part



Post a Comment

0 Comments