নামাজে মনোযোগী হওয়ার উপায় -১২
( নামাজে সিজদাযুক্ত আয়াত
)
কুরআন তেলাওয়াতের আদবের একটি হলো সিজদাযুক্ত কোন আয়াত এসে পড়লে আল্লাহকে সিজদা করা। ইবনে কাসির (র) বলেন- আলেমরা এ ব্যাপারে একমত যে সিজদার আয়াতে আমাদের সিজদা দিতে হবে এবং তাদেরকে অনুসরণ করতে হবে। (তাফসির ইবনে কাসির, ৫/২৩৮)
তিলাওয়াতে সিজদা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা খুশু বৃদ্ধি করে।
বর্ণিত আছে যে, রাসূল (সা) কোন একদিন যখন নামাজে সুরা আন নাজম (৫৩) তেলাওয়াত করছিলেন তখন তিনি সিজদা দেন।
বর্ণিত আছে যে, রাসূল (সা) কোন একদিন যখন নামাজে সুরা আন নাজম (৫৩) তেলাওয়াত করছিলেন তখন তিনি সিজদা দেন।
সিজদাযুক্ত আয়াতে সিজদা করার অভ্যাস অপরিহার্য । কারণ, এটা শয়তানকে দমন করে এবং শয়তানের ভিতর জ্বালাতন সৃষ্টি করে। এভাবে একজন নামাজীর উপর শয়তানের প্রভাব খর্ব হয়।
আবু হুরাইরা (রা) বলেন, রাসূল (সা) বলেছেন যে, যখন কোন আদম সন্তান সিজদার আয়াত তিলাওয়াত করে এবং সিজদা করে তখন শয়তান কাঁদতে কাদতে পালিয়ে যায় এবং বলে, তাঁর ধ্বংস হোক, তাঁকে সিজদা করার জন্য আদেশ দেওয়া হলো আর সে সিজদায় পড়ে গেল, জান্নাত এর জন্যই। আমাকে সিজদা করার আদেশ করা হয়েছিল কিন্তু আমি অমান্য করেছিলাম সুতরাং আমার জন্য জাহান্নাম নির্ধারিত। (মুসলিম, ১৩৩)
0 Comments