নামাজে মনোযোগী হওয়ার উপায় -১০( তাশাহুদে তর্জনী আঙ্গুল নাড়ানো
)
এটা অনেক ইবাদত বন্দেগীকারীই অবহেলা করে কারণ খুশুর উপর এর মস্ত বড় প্রভাব এবং সফলতা সম্বন্ধে তারা অজ্ঞ। রাসূলুল্লাহ (সা) বলেন, এটা শয়তানের বিরুদ্ধে লোহার চেয়েও শক্তিশালী। (আহমাদ, ২/১১৯; সিফাতুস সালাহ, ১৫৯)
অর্থ্যাৎ তাশাহুদ পড়ার সময় তর্জনী দ্বারা নির্দেশ করাটা শয়তানের কাছে লোহা দিয়ে পিটুনি খাওয়ার চেয়েও কষ্টকর, কারণ এটা বান্দাহকে আল্লাহর একত্ব এবং তার প্রভু আল্লাহর প্রতি ভাণভণিতাহীন হবার কথা মনে করিয়ে দেয়, আর শয়তান এ বিষয়টাকেই ঘৃণা করে। সে কখনই চায় না আমরা অকৃত্রিম ভাবে আল্লাহর কাছে আশ্রয় চাই ।( আল ফাতহুর রব্বানী.... আল সাদী, ৪/১৫)
0 Comments