How to concentrate on prayer -10 নামাজে মনোযোগী হবেন কিভাবে? পর্ব-১০

 

নামাজে মনোযোগী হওয়ার উপায় -১০
( তাশাহুদে তর্জনী আঙ্গুল নাড়ানো )

এটা অনেক ইবাদত বন্দেগীকারীই অবহেলা করে কারণ খুশুর উপর এর মস্ত বড় প্রভাব এবং সফলতা সম্বন্ধে তারা অজ্ঞ রাসূলুল্লাহ (সা) বলেন, এটা শয়তানের বিরুদ্ধে লোহার চেয়েও শক্তিশালী (আহমাদ, /১১৯; সিফাতুস সালাহ, ১৫৯
অর্থ্যাৎ তাশাহুদ পড়ার সময় তর্জনী দ্বারা নির্দেশ করাটা শয়তানের কাছে লোহা দিয়ে পিটুনি খাওয়ার চেয়েও কষ্টকর, কারণ এটা বান্দাহকে আল্লাহর একত্ব এবং তার প্রভু আল্লাহর প্রতি ভাণভণিতাহীন হবার কথা মনে করিয়ে দেয়, আর শয়তান বিষয়টাকেই ঘৃণা করে সে কখনই চায় না আমরা অকৃত্রিম ভাবে আল্লাহর কাছে আশ্রয় চাই ( আল ফাতহুর রব্বানী.... আল সাদী, /১৫)

এই সফলতার কারণে সাহাবাগণ (রা) একত্রিত হতেন এবং একে অপরকে এটার জন্য নির্দেশ দিতেন তাঁরা ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতেন যা আজকের মানুষেরা হালকা ভাবে গ্রহণ করে এটা বলা হয় যে, রাসূলুল্লাহ (সা) এর সাহাবাগণ একজন আরেকজনকে তাশাহুদ/দোয়ার সময় আঙ্গুলি নির্দেশ করার জন্য বলতেন (ইবনে আবি শাইবাহ, সিফাত আস সালাহ, ১৪১ )
তর্জনী দ্বারা নির্দেশ করা সুন্নাহ এবং ইহাকে তাশাহুদের মধ্যে উপরের দিকে গতিশীল অবস্থায় রাখতে হয়





Post a Comment

0 Comments