How to concentrate on prayer -08 নামাজে মনোযোগী হবেন কিভাবে? পর্ব-০৮

 

নামাজে মনোযোগী হওয়ার উপায় -০৮ 

( বাম হাতের উপর ডান হাত রাখা )

রাসূলুল্লাহ (সা) যখন নামাজে দাড়াতেন তিনি বাম হাতের উপর ডান হাত রাখতেন ( আবু দাউদ, ৭৫৯ )

রাসূলুল্লাহ (সা) আরো বলেন, আমরা যারা নবী তাদেরকে বাম হাতের উপর ডান হাত রাখার আদেশ দেয়া হয়েছে ( আত তাবারানী আল মুজামুল কাবীর, ১১৪৮৫) ইমাম আহমাদ () কে নামাজে দাড়িয়ে বাম হাতের উপর ডান হাত রাখার অর্থ জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা আল্লাহর সামনে এক ধরণের বিনয় (আল খুশু ফিস সালাহ, ইবনে রজব, ২১)

ইবনে হাজার () বলেন, আলেমগণ বলেছেন এই বিশেষ ভঙ্গি হলো বিনয়ী আবেদনকারীর ভঙ্গি যা একজন কৃতজ্ঞ ফকিরের ন্যায় এতে মনে হয় কেউ যেন তার মানসিক বিকার গ্রস্থতাকে প্রতিরোধ করে কৃতজ্ঞতা প্রকাশের পর্যায়ে পৌছেছে এবং সে খুশু অর্জন করেছে






Post a Comment

0 Comments