আলী ইবনে আবি তালিব (রা) সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা
আহমাদ আবদুল আলী তাহতাভী
ইসলামের চতুর্থ খলিফা আলী (রা) এর জীবনীতে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্যতম সাহাবী। আহমাদ আবদুল আলী তাহতাভী “আলী (রা) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা” বইতে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঈমানদীপ্ত কিছু ঘটনা তুলে ধরেছেন। নিচে বইটির পিডিএফ লিংক দেয়া হলো। আশা করি বইটি পড়ে পাঠক অনেক কিছু শিখতে পারবেন।
১। Google Chrome ব্যবহার করুন।
২। তাতেও না হলে Read অপশনে ক্লিক করে Google Drive থেকে ডাউনলোড আইকনে ক্লিক করুন।
0 Comments