নাওয়াকিদুল ইসলাম (ঈমান ভাঙ্গার দশ কারণ)- (শায়খ আহমাদ মুসা জিবরীল) Download free pdf book- 34

 নাওয়াকিদুল ইসলাম (ঈমান ভাঙ্গার দশ কারণ)

শায়খ আহমাদ মুসা জিবরীল


আমরা দ্বীনি জ্ঞানার্জনের প্রতি উদাসীন। ফলে নিজেদের অজান্তেই এমন কাজ করে বসি দেখা যায় এই কাজ করার ফলে আমাদের সবচেয়ে মূল্যবান “ঈমান” নষ্ট হয়ে যায় অথচ আমরা বুঝতেও পারি না। আল্লাহর বিধানকে হালকা করে দেখে, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুন্নাহ নিয়ে বিদ্রুপ, হাসি তামাশা, কাফের-মুশরিকদের পক্ষ নিয়ে সাফাই গাওয়া অসংখ্য কাজ আমরা মনের অজান্তে মূর্খতাসূলভ করে ফেলি, অথচ আমাদের ঈমান যে ভঙ্গ হয়ে যাচ্ছে তা আমাদের কিছুই মনে হচ্ছে না। তাই ঈমান ভঙ্গের কারণগুলো জানা এবং সতর্ক থাকা খুবই জরুরী।

বর্তমানের অন্যতম সেরা লেখক “শায়খ আহমাদ মুসা জিবরীল” রচিত “নাওয়াকিদুল ইসলাম” বইটি পাঠকদের জন্য পিডিএফ আকারে দেয়া হলো। আশা করি নাওয়াকিদুল ইসলাম বইটি খুবই উপকারে আসবে।

নিচে এক নজরে ঈমান ভঙ্গের ১০ টি কারণ উল্লেখ করা হলো-

১/ শিরক, 

২/ আল্লাহ ও নিজের মাঝে মধ্যস্থতাকারী নির্ধারণ করা,

৩/ কাফের, মুশরিকদের কুফুরীতে সন্দেহ পোষণ করা,

৪/ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর  চাইতে অন্য কারো জীবনাদর্শকে উত্তম মনে করা,

৫/ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যা হালাল বলেছেন তা ঘৃণা করা,

৬/ ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা করা,

৭/ জাদু করা,

৮/ মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা,

৯/ কাউকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শরীয়তের উর্ধ্বে মনে করা,

১০/ আল্লাহর দ্বীন থেকে সম্পূর্ণ বিমুখ থাকা।

বিস্তারিত জানতে নাওয়াকিদুল ইসলাম বইটি পড়ে নিন, নিচে পিডিএফ লিংক দেয়া হলো---


নাওয়াকিদুল ইসলাম (ঈমান ভাঙ্গার দশ কারণ)- (শায়খ আহমাদ মুসা জিবরীল) Download free pdf book- 34, পিডিএফ বই ফ্রি ডাউনলোড, ইসলামিক বই, শায়খ আহমাদ মুসা জিবরীল, ইসলামিক পিডিএফ বই ফ্রি ডাউনলোড



Read   Download

বইটি ডাউনলোড করতে কোন প্রকার অসুবিধা হলে ২ টি পদ্ধতি অনুসরণ করতে পারেন। 
১। Google Chrome ব্যবহার করুন। 
২। তাতেও না হলে Read অপশনে ক্লিক করে Google Drive থেকে ডাউনলোড আইকনে ক্লিক করুন।

লেখকের আরো বই পেতে এখানে ক্লিক করুন



Post a Comment

0 Comments